ওয়াশিংটন: পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আইএসআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে বলে মন্তব্য করলেন মার্কিন সিনেটর মার্ক কির্ক।
মার্কিন এই বুদ্ধিজীবি আরও বলেন, এক সময় ভারত-মার্কিন সম্পর্ক পাকিস্তানের জন্য ছিল রোমহর্ষক ঘটনা। কিন্তু সময় এসেছে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার।
কির্ক আরও বলেন, আগস্ট এবং সেপ্টেম্বরেই মূলত পাক-মার্কিন সম্পর্কে ফাটল ধরেছে। এসময় আমরা অনেক বোমা হামলার শিকার হয়েছি। ৭৭জন মার্কিন সৈন্য নিহত হয়েছে এসময়।
পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনাদের হামলায় ওসামা বিন লাদেন মারা যাওয়ার পর থেকেই মূলত পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়াও একজন সিআইএ কর্মকর্তার হাতে দুই পাকিস্তানি নিহত হওয়ার ঘটনাও ঘটে এসময়। আর কফিনের শেষ পেড়েক ঠোকার মতো সম্প্রতি ন্যাটো হামলায় ২৪জন পাকিস্তানি সৈন্য নিহত হওয়ায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শেষ প্রান্তে গিয়ে ঠেকে যুক্তরাষ্ট্রের।
ইলিয়নসের এই সিনেটর আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্রের চাই শক্তিশালী এবং স্থায়ী বন্ধু। জাতি হিসেবে আমাদের সামনে অনেকগুলো রাস্তা খোলা আছে। আমাদের যেকোনো একটা গ্রহন করতে হবে। সেটা কিছুটা কষ্টসাধ্য হলেও। ’
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১