সিউল: নতুন প্রতিরোধক ক্ষেপণাস্ত্র বানিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র এবং যুদ্ধ বিমান হামলা থেকে বাঁচতে দক্ষিণ কোরিয়া এই ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে জানা যায়।
দ্য নিউ আয়রন হক-২ হলো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ ৪০ কিলোমিটার।
দক্ষিণ কোরিয়ার শহর দায়েজনের এজেন্সি ফর ডিফেন্স ডেভেলপমেন্টের সদরদপ্তরে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়।
এজেন্সি থেকে জানানো হয়, মোট ১৫টি স্থানীয় কোম্পানি এই পুরো প্রকল্পের পেছনে কাজ করেছে ২০০৬ সাল থেকে।
এজেন্সি থেকে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্রটি একই সঙ্গে আকাশ থেকে ভূমিতেও ছোড়া যাবে। এছাড়াও একটা মাত্র রাডার ব্যবহার করে অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এই ক্ষেপণাস্ত্র। ’
বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র বানানোর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র তৈরিতে নিজেদের অস্তিত্ব প্রমান করলো।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার হামলা থেকে বাঁচার জন্য দক্ষিণ কোরিয়ার বরাবরই বিভিন্ন ধরণের ক্ষেপনাস্ত্র বানিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১