ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে যুক্তরাষ্ট্রের শেষ পতাকা নামিয়ে ফেলা হল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, ডিসেম্বর ১৫, ২০১১
ইরাকে যুক্তরাষ্ট্রের শেষ পতাকা নামিয়ে ফেলা হল

বাগদাদ: দীর্ঘ নয় বছর পর ইরাকের রাজধানী বাগদাদে শেষ মার্কিন পতাকাটি নামিয়ে ফেলল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বৃহস্পতিবার এই পতাকা নামানোর মাধ্যমে ইরাকে মার্কিন অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।



এ উপলক্ষ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, এই মিশনে অনেক রক্ত  আর ডলার খরচ হয়েছে। ইরাকে যুদ্ধের বছরগুলো একটি সম্ভাবনার যুগ সৃষ্টি করেছে যেখানে যুক্তরাষ্ট্র একটি প্রতিশ্রুত অংশীদার হিসেবে কাজ করেছে।

সর্বশেষ অবস্থান করা সাড়ে ৫ হাজার মার্কিন সেনা ইরাক ত্যাগ করেছে। এখন ইরাকি কর্তৃপক্ষ সেখানের নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছে।

অভিযান সমাপ্তির সামরিক রীতি অনুযায়ী বৃহস্পতিবার বাগদাদ সেনা ঘাঁটি থেকে পতাকা নামিয়ে বাক্সবন্দি করা হয়েছে।
এই পতাকা এখন আবার যুক্তরাষ্ট্রে ফেরত আনা হবে।

প্রতিরক্ষা মন্ত্রী প্যানেট্টা বলেছেন, ‘ইরাকের প্রশাসন পরিচালনা এবং নিরাপত্তার জন্য এই অভিযানে ইরাকি এবং আমেরিকানরা যে রক্ত ঢেলেছে তা আজ বাস্তবে পরিণত হয়েছে। ’

সেনাদের উদ্দেশে তিনি বলেন, মার্কিন সেনারা এখন গর্বের সঙ্গে দেশে ফিরতে পারে।

২০০২ সালে ইরাক অভিযানের পর সাড়ে ৪ হাজার মার্কিন সেনা এবং এক লাখেরও বেশি ইরাকি প্রাণ হারিয়েছে।

এই অভিযানে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে এক লাখ কোটি ডলার।

এদিকে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের বিরোধিতা করেছে বিরোধী রিপাবলিকান দল। ইরাকের স্থিতিশীলতা নিয়ে এখনও উদ্বেগ প্রকাশ করছেন তারা। তবে বেশিরভাগ আমেরিকান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।