লন্ডন: ব্রিটেন সেনবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল ডেভিড রিচার্ড সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে গণতান্ত্রীক আন্দোলনের ফলস্বরূপ ব্রিটেনে ইসলামি চরমপন্থীদের তৎপরতা বাড়তে পারে। তবে বর্তমান অর্থনীতিই ব্রিটেনের জন্য সবচে বড় হুমকি বলে উল্লেখ করেছেন তিনি।
ব্রিটেনের সম্মুখবর্তী ঝুঁকি বিশ্লেষণ করে গত বুধবার তিনি বলেন, আরব বসন্ত ব্রিটেনের অভিবাসী সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে তিনি বলেছেন, আরব বিশ্বে গণজাগরণ যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি করবে তা সন্ত্রাসবাদী ইসলামসহ নানা চরমপন্থার আকারে ব্রিটেনে রপ্তানি হয়ে আসার ঝুঁকি রয়েছে।
আরব বসন্ত শুরুর এক বছর পরে তিউনিসিয়া এবং মরক্কোতে মধ্যপন্থী ইসলামি দলগুলো সরকারে নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে মিশর নির্বাচনেও মধ্যপন্থী মুসলিম ব্রাদারহুড এখনও পর্যন্ত এগিয়ে। তবে এসব দেশে চরমপন্থীরা সেভাবে সুবিধা করতে পারেনি।
তবে বর্তমান অর্থনৈতিক সঙ্কটই যে ব্রিটেনের সবচে বড় হুমকি সে কথা বলতে ভোলেননি রিচার্ড। তিনি বলেছেন, ‘আমার সামনে এটা পরিষ্কার যে, ব্রিটেনের জন্য আজ সবচে বড় কৌশলগত ঝুঁকি হচ্ছে অর্থনীতি। জঙ্গিবাদ নয় ইউরোজোন সঙ্কটই এখন সবচে গুরুত্বপূর্ণ। ’
তিনি বলেন, ‘দেউলিয়া কোনও দেশ নিজেকে রক্ষা করতে পারে না। ’
এদিকে এবার ব্রিটেনের নিরাপত্তা বাজেট কাটছাট করার প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে হলো- ব্রিটেনকে এখন উপসাগরীয় এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১