ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটেনের আদালতে টুইটার ব্যবহার বৈধ হল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, ডিসেম্বর ১৫, ২০১১
ব্রিটেনের আদালতে টুইটার ব্যবহার বৈধ হল

লন্ডন: ইংল্যান্ড ও ওয়েলসের আদালত প্রাঙ্গণে টুইটার, ক্ষুদেবার্তা এবং ইমেইল ব্যবহারে আর বাধা নেই। এমনকি এর জন্য পূর্ব অনুমতিরও প্রয়োজন হবে না।



প্রধান বিচারপতি আইগর জাজ গত বুধবার সাংবাদিকদের জানান, আদালতে ল্যাপটপ এবং হাতে বহনযোগ্য যোগাযোগ যন্ত্র বহন করার নির্দেশাবলী সংক্রান্ত নথি তিনি হস্তান্তর করেছেন। তিনি বলেন, ‘আজ থেকে আপনারা যতোখুশি টুইটার ব্যবহার করতে পারবেন। ’

২০১০ সালের ডিসেম্বরে ইস্যু করা একটি অন্তর্বর্তী নির্দেশনা অনুযায়ী, আদালতে যোগোযোগ যন্ত্র ব্যবহার করতে চাইলে বিচারকদের কাছ থেকে অনুমতি চেয়ে আবেদন করতে হত।

সম্প্রতি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রত্যর্পণ মামলার শুনানি সরাসরি সম্প্রচারের জন্য সাংবাদিকরা আবেদন করলে আদালত অবেশেষে এই সিদ্ধান্ত দিল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।