ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিরোধীদের বিক্ষোভে খুশি হয়েছেন পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, ডিসেম্বর ১৫, ২০১১
বিরোধীদের বিক্ষোভে খুশি হয়েছেন পুতিন!

মস্কো: রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচন পরবর্তী বিক্ষোভে তরুণ প্রজন্মের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তরুণরা তাদের অবস্থান জানান দিচ্ছে দেখে তিনি খুশি হয়েছেন বলে জানিয়েছেন।



বৃহস্পিতবার রাষ্ট্রীয় টেলিভিশনে  প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া দেখিয়েছেন পুতিন। এই অনুষ্ঠানটি প্রতিবছর নিয়মিত আয়োজন করা হয়।

তবে নির্বাচনে ব্যালট জালিয়াতির বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। তিনি বলেছেন, নির্বাচনে তার দল জিতেছে। এটা জনগণের রায়।

নির্বাচনের পর রাশিয়াজুড়ে পুতিন বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি টেলিভিশনে দেখলাম, বিক্ষোভকারী বেশিরভাগই তরুণ ছেলে-মেয়ে। তারা সক্রিয়ভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে এটা দেখে আমি খুশি হয়েছি। ’

আইনের আওতায় থেকে জনগণের নিয়মতান্ত্রিক বিক্ষোভ প্রতিবাদ করতে কোনও বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে যা ঘটছে তা নিয়ে জনগণ নিজস্ব মতামত ব্যক্ত করছে। তারা দেশের অর্থনীতি, সামাজিক অবস্থা, রাজনীতি এসব ব্যাপারে মত প্রকাশ করছে। এটা একেবারে স্বাভাবিক বিষয়, যতোক্ষণ পর্যন্ত তারা নিয়মতান্ত্রিকভাবে তা করবে। ’

উল্লেখ্য, গত শনিবার প্রশাসনের নিষেধ উপেক্ষা করে দশ হাজারেরও বেশি মানুষ মস্কোতে বিক্ষোভ দেখায়। ১৯৯০ এর দশকে সোভিয়েত ভেঙে যাওয়ার পর রাশিয়াতে এটাই ছিল সবচে বড় সরকার বিরোধী বিক্ষোভ।

নির্বাচনে ব্যালট জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করলেও যা ঘটেছে তা অনুল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন পুতিন। সেই সঙ্গে আগামী মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কেন্দ্রে ওয়েবক্যাম বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।