ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পক্ষত্যাগী সেনাদের হত্যা করছে সিরিয়ার সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, ডিসেম্বর ২০, ২০১১
পক্ষত্যাগী সেনাদের হত্যা করছে সিরিয়ার সামরিক বাহিনী

দামেস্ক: সরকার বিরোধী আন্দোলনকারীদের সমর্থনে সেনাঘাটি থেকে পালানোর  সময় বহু পক্ষত্যাগী সেনাকে  হত্যা করেছে সিরিয়ার সরকার সমর্থক সামরিক বাহিনী। সেনাবাহিনীর এই পক্ষত্যাগীরা তাদের ঘাটি থেকে পালিয়ে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় সরকারী সেনারা তাদের আটক করে হত্যা করেছে বলে গণমাধ্যমকে জানায় সিরিয়ার প্রতিবাদকারীরা।



প্রতিবাদকারী এবং মানবাধিকার কর্মীরা জানায় সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি সেনা ঘাটি থেকে পালিয়ে যাওয়ার সময় কমপক্ষে ৭০ জন পক্ষত্যাগী পলাতক সেনাকে হত্যা করা হয়।

এদিকে সিরিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনে সোমবার সারাদিনে কমপক্ষে ১১০ ব্যক্তি নিহত হয়েছে। তবে কোন নির্ভর যোগ্য সূত্র থেকে এখনও এ সংক্রান্ত খবর নিশ্চিত করা যায়নি। সিরিয়ায় বিদেশী সাংবাদিক প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত।

নিহতের এই পরিমান সত্যি হয়ে থাকলে, সোমবার দিন হবে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম রক্তক্ষয়ী দিন।

এর মধ্যেই সিরিয়ার সরকার গত সোমবার দেশটির অভ্যন্তরে পর্যবেক্ষক ঢুকতে দেওয়ার আরবলীগের প্রস্তাবে সম্মত হয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম দাবী করেন ,সিরিয়ার দেওয়া শর্তে আরবলীগ সম্মত হওয়ার ফলেই শুধু তার দেশ চুক্তিকে অনুমোদন করেছে।
 
চুক্তি স্বাক্ষরের পর আরব লীগ ঘোষনা দেয়, চলতি সপ্তাহের ভেতরই তাদের একটি পর্যবেক্ষক দল সিরিয়ার প্রবেশ করবে।

এদিকে সিরিয়া পরিস্থিতির ওপর জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে। বিরোধী বিক্ষোভকারীদের ওপর সিরিয়ার সরকারের মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ এবং নিমর্মভাবে চালানো দমনপীড়ণের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এই প্রস্তাব পাশ করা হয়। নিন্দা প্রস্তাবের পক্ষে ১১৩টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র ১১টি ভোট।   তবে সংস্থার ৪৩ টি সদস্য রাষ্ট্র ভোট দান থেকে বিরত থাকে।

জাতিসংঘের প্রস্তাবে সিরিয়ার সরকারের দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়ে দেশটির সরকারকে অবিলম্বে সকল মানবাধিকার লঙ্ঘনকে বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া সংকট উত্তরণে আরবলীগের উদ্যোগকে সমর্থন জানিয়ে আরবলীগের প্রস্তাবের শর্তাবলী বাস্তবায়ন করতে সিরিয়ার বর্তমান সরকারের প্রতি আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।