বুধবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে মামলাটি তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) লন্ডনে বসবাসরত দুই মনিপুরী নেতা ইয়ামবিন বিরেন ও নরেংবাম সমরজিৎ সংবাদ সম্মেলন ডেকে ‘প্রবাসী মনিপুর সরকার’ গঠনের ঘোষণা দেন।
মনিপুরের রাজা লেইশেম্বা সানাজাওবার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই দুই নেতা। তবে, তাদের এই দাবি অস্বীকার করেছেন রাজা লেইশেম্বা।
স্বাধীনতা ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই ভিডিও বার্তায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
রাজা বলেন, আমি স্তম্ভিত যে, তারা এর মধ্যে আমার নাম টেনে এনেছে। এটা সমাজে নেতিবাচক শক্তি তৈরি করবে।
আরও পড়ুন> ভারত থেকে স্বাধীনতার ঘোষণা মনিপুরীদের!
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
একে