ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মনিপুরের স্বাধীনতা: ২ নেতার নামে রাষ্ট্রদ্রোহের মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
মনিপুরের স্বাধীনতা: ২ নেতার নামে রাষ্ট্রদ্রোহের মামলা সংবাদ সম্মেলনে ইয়ামবিন বিরেন ও নরেংবাম সমরজিৎ। ছবি: সংগৃহীত

ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মনিপুরের স্বাধীনতা ঘোষণা করা দুই প্রবাসী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে রাজ্য সরকার। প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেওয়া ওই দুই নেতার নামে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। 

বুধবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে মামলাটি তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) লন্ডনে বসবাসরত দুই মনিপুরী নেতা ইয়ামবিন বিরেন ও নরেংবাম সমরজিৎ সংবাদ সম্মেলন ডেকে ‘প্রবাসী মনিপুর সরকার’ গঠনের ঘোষণা দেন।

এসময় বিরেন নিজেকে মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী এবং সমরজিৎ নিজেকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী বলে দাবি করেন।

মনিপুরের রাজা লেইশেম্বা সানাজাওবার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই দুই নেতা। তবে, তাদের এই দাবি অস্বীকার করেছেন রাজা লেইশেম্বা।  

স্বাধীনতা ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই ভিডিও বার্তায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
রাজা বলেন, আমি স্তম্ভিত যে, তারা এর মধ্যে আমার নাম টেনে এনেছে। এটা সমাজে নেতিবাচক শক্তি তৈরি করবে।

আরও পড়ুন> ভারত থেকে স্বাধীনতার ঘোষণা মনিপুরীদের!

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।