ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোহাম্মদ বিন সালমান ও লিন্ডসে লোহান ‘জাস্ট ফ্রেন্ড’

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
মোহাম্মদ বিন সালমান ও লিন্ডসে লোহান ‘জাস্ট ফ্রেন্ড’

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আমেরিকান অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের ‘সম্পর্ক’র বিষয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে নানা জল্পনা-গুঞ্জন। ‘সম্পর্কটি’কে ‘হৃদয়ঘটিত’ বলে রঙ দেওয়া হলেও এ বিষয়ে আমেরিকান তারকার বাবা মাইকেল লোহান দাবি করছেন, ‘তারা দু’জন জাস্ট ফ্রেন্ড (শুধুই বন্ধু)।’

নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে মাইকেল তার কন্যার সঙ্গে মোহাম্মদ বিন সালমানের কোনো ধরনের ‘রোমান্টিক সম্পর্ক’ থাকার কথা অস্বীকার করেন। তার দাবি, দু’জনের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক রয়েছে, আর কিছু নয়।

সাক্ষাৎকারে মাইকেল বলেন, ‘ওরা দু’জন কেবলই বন্ধু। মধ্যপ্রাচ্যে লিন্ডসের অনেক বন্ধু আছে, কারণ সে প্রায়ই ওখানে যায়। ’

৩৪ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করে ৩৩ বছর বয়সী লিন্ডসে একটি ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন বলে খবর ছড়িয়েছে ক’মাস আগে। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে লিন্ডসের এক প্রতিনিধি দাবি করেন, আমেরিকান তারকার সঙ্গে সৌদি যুবরাজের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। দু’জনের মধ্যে কোনো ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি।

দু’জনের দেখা করার বিষয়ে মাইকেল বলেন, ‘মোহাম্মদ বিন সালমানের সঙ্গে লিন্ডসে দেখা করেছে মধ্যপ্রাচ্যে তার কোনো কাজের জন্যই। সে (লিন্ডসে) ওই অঞ্চলের মানুষকে, বিশেষ করে শরণার্থীদের সাহায্যার্থে কাজ করছে। আসলে লিন্ডসে সিরিয়ায় যেসব ভালো কাজ করছে, সেসব খবর কেউ রাখে না, তারা কেবল বাজে বিষয় খুঁজে বেড়ায়। দু’জনের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক রয়েছে, এতে কামনা-বাসনার কিছু নেই। এর চেয়ে বেশি কিছু নেই। ’

সাংবাদিক জামাল খাশোগি হত্যার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রিন্স মোহাম্মদের সম্পৃক্ততার কথা বললেও মাইকেল লোহান বলেন, ‘কোনো অভিযোগই এখনো সত্য প্রমাণ হয়নি। লিন্ডসে আমাকে বলেছে, সে (মোহাম্মদ বিন সালমান) একজন ভালো মানুষ। ’

২০১৭ সালের জুনে ক্রাউন প্রিন্সের আসনে আসীন হওয়া মোহাম্মদ বিন সালমানই হবেন সৌদি রাজত্বের পরবর্তী বাদশাহ। বর্তমানে সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বাদশাহ হলেও সৌদি সরকার মোহাম্মদই চালান বলে মনে করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।