ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিসরে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, ডিসেম্বর ১৭, ২০১১
মিসরে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহত ৭

কায়রো: মিসরে নির্বাচন পরবর্তী এক সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে একজন নিকাব পড়া মুসলিম নারীকে পেটানোর মধ্য দিয়ে শুরু হয় সেনাবাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ।



প্রতিবাদকারীরা জানায়, কোনো কারণ ছাড়াই সেনাবাহিনীর সদস্যরা একজন নারীকে মারধর শুরু করে। ওই নারী সেসময় মন্ত্রীসভা ভবনের পাশে বসে ছিল।

তবে কয়েকদিন আগেই সেনা সমর্থিত প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রয়োগ না করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এরপরেও তরুন প্রতিবাদকারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত নভেম্বরে অন্তত ৪০ জন বেসামরিক মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে মারা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানবাধিকার কর্মী জানায়, শুক্রবার সেনাবাহিনীর গুলিতে অন্তত সাতজন প্রতিবাদকারী নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।