ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মারা গেলেন মমতা ব্যানার্জির মা গায়ত্রী দেবী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, ডিসেম্বর ১৭, ২০১১
মারা গেলেন মমতা ব্যানার্জির মা গায়ত্রী দেবী

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মা গায়ত্রী দেবী শনিবার সকালে মারা গেছেন। গায়ত্রী দেবীর বয়স হয়েছিল ৮১ বছর।



তিন ছেলে এবং এক মেয়ের জননী ছিলেন তিনি।
 
দু্ সপ্তাহ আগে শারীরিক অসুস্থতাজনিত কারণে গায়ত্রী দেবীকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়াত্ত হাসপাতাল এসএসকেএম’এ ভর্তি করা হয়েছিল। বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তবে গতকাল রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
 
মমতা ব্যানার্জি মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘কলকাতায় থাকাকালীন মা প্রতিদিন আমাকে ১০ টাকা করে দিতেন। আর যখন দিল্লি চলে গেলাম তখন দিতেন ১০০ টাকা করে। সেই টাকা থেকে কিছু বাঁচিয়ে রাখতাম কালি পুজোর সময় মায়ের হাতে তুলে দেবো বলে। ’

গায়ত্রী দেবীর মৃত্যুতে এরই মধ্যে প্রধানমন্ত্রী মহমোহন সিং শোকপ্রকাশ করেছেন।
 
মহমোহন সিং মস্কো থেকে এক বার্তায় মমতা ব্যানার্জিকে বলেন, ‘আমি আপনার মায়ের মৃত্যুতে খুবই শোকাহত। আমি জানি তিনি আপনার কতটা আপন ছিলেন। আমি আপনার কষ্ট এবং অনুভূতি অনুভব করতে পারছি। ’

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।