ওয়াশিংটন: ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এই নতুন রাষ্ট্রদূত হলেন ন্যান্সি পাওয়েল।
ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে ন্যান্সি পাওয়েলের নাম ঘোষণা করতে গিয়ে ওবামা বলেন, ‘জনগণের এই সেবকরা তাদের অভিজ্ঞতা এবং অসাধারণ কর্মোদ্যম দিয়ে নতুন ভাবে কাজ করবে। আমাদের জাতিকে এরাই দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে। সামনের দিনগুলোতে আমি তাদের সঙ্গে একত্রে কাজ করতে চাই। ’
নান্সি পাওয়েল ১৯৭৭ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। পরবর্তীতে তিনি ঘানা এবং উগান্ডার সফর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০০২-২০০৪ সালে তিনি পাকিস্তানে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। আর তার সময়েই পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের অংশগ্রহন করার জন্য সম্মত হয়। এছাড়াও তিনি নয়াদিল্লি, কলকাতা, অটোয়া, কাঠমান্ডু, ইসলামাবাদ, রোম এবং ঢাকাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফরেন সার্ভিস এবং মানব সম্পদ বিভাগের পরিচালক হিসেবে কর্তব্যরত আছেন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১