গত শনিবার (২ নভেম্বর) উত্তরাঞ্চলের তাখার প্রদেশের দারকাদ জেলায় তালেবান নিয়ন্ত্রিত এক গ্রামে এ বিস্ফোরণ ঘটে।
রোববার (৩ নভেম্বর) আফগান সরকার ও পুলিশের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ওই গ্রামের পথ দিয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময় একজনের পা পেতে রাখা স্থলমাইনের ওপর পড়লে বিস্ফোরণটি ঘটে।
তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি বলেন, রাস্তার পাশে তালেবানদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নয় শিশু নিহত হয়। ওই দলের আরও তিন শিশু নিখোঁজ রয়েছে।
এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার না করলেও প্রাদেশিক পুলিশের মুখপাত্র খলিল আসির বলেন, এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি মুক্ত করতে যাওয়ার সময়ই তালেবানরা এ মাইনগুলো পুঁতেছিল।
এর আগে গত মে মাসে দক্ষিণাঞ্চলের গজনী প্রদেশে স্থলমাইন বিস্ফোরণে সাত শিশু নিহত ও দুই শিশু আহত হয়।
বছরের পর বছর যুদ্ধের কারণে আফগানিস্তানের যত্রতত্র পরিত্যক্ত অস্ত্র ও বোমা ছড়িয়ে আছে। এর মধ্যে অবিস্ফোরিত বোমা দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এবি/এইচএ/