ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার বাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, ডিসেম্বর ১৭, ২০১১
লিবিয়ার বাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউইয়র্ক: লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং বিদেশি বিনিয়োগ ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এই পদক্ষেপের ফলে লিবিয়ার নবগঠিত সরকার বিদেশের বিভিন্ন ব্যাংকে বা প্রতিষ্ঠানে থাকা কোটি কোটি ডলার অর্থ এখন দেশে ফিরিয়ে নিতে পারবে।



জাতিসংঘের এই সিদ্ধান্তের কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনও তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

গত ফেব্রুয়ারিতে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে অবরোধ আরোপের অংশ হিসেবে বিদেশে লিবিয়ার ব্যাংকগুলোর অর্থ জব্দ করা হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, গত শুক্রবার লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং এর বিনিয়োগ শাখা ফরেন ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পরিষদের এই সিদ্ধান্ত ঘোষণার অল্পক্ষণ পর ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ এক বিবৃতে জানিয়েছেন, এখন থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের পথে সরকারের সামনে কোনও বাধা থাকবে না। লন্ডনে লিবিয়ার এক হাজার কোটি ডলার অর্থ ছাড় দেবে ব্রিটেন।

এদিকে নতুন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনও প্রথম কর্মকর্তা হিসেবে শনিবার লিবিয়া সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।