রিয়াদ: শান্তিতে নোবেল জয়ী ইয়েমেনী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান বলেন, ইয়েমেন সঙ্কটের পেছনে রয়েছে সৌদি আরব। সৌদি আরব ইয়েমেনকে দূর্বল করার জন্য চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।
লন্ডনে এক প্রতিথযশা আইনজীবির সঙ্গে আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘ইয়েমেনে বিপ্লবের আগে সৌদি আরব অনেক সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে। তারা শুধু তাদের গদি ঠিক রাখতে চায়। ’
কারমান ইয়েমেনী নিরাপত্তা বাহিনীর হাতে মৃতদের মৃত্যুর ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপ দাবি করেন।
ইয়েমেনের নতুন জোট সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতে এখনও হাজার হাজার ইয়েমেনী জনগণ প্রতিবাদ অব্যাহত রেখেছে।
গত ২৩ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ মন্ত্রীসভার সদস্য আবদু রাব্বু মানসুর হাদির কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য রাজি হন। পরবর্তী নব্বই দিনের মধ্যে ক্ষমতা ছেড়ে দেওয়ারও কথা রয়েছে।
ডিসেম্বরের ৭ তারিখ হাদি একটি ডিক্রি জারি করেন। ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে তিনি নতুন মন্ত্রীসভা গঠন করেন। যদিও ইয়েমেনের জনগণ নতুন মন্ত্রীসভা প্রত্যাখ্যান করেছে।
প্রতিবাদকারীরা বরাবরই বলে আসছে যে, নতুন গঠিত সরকার আগের সরকারের তুলনায় নতুন কিছু নয়। এই সরকারের মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্খার পূরণ সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে প্রতিবাদকারীরা।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১