ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিওন প্যানেটা এখন ত্রিপোলিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, ডিসেম্বর ১৭, ২০১১
লিওন প্যানেটা এখন ত্রিপোলিতে

ত্রিপোলি: লিবিয়ার নতুন সরকারের সঙ্গে আলোচনা করতে ত্রিপোলি সফর করছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা।

সফরকালীন সময়ে তিনি লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদু রহিম আল কেইব এবং প্রতিরক্ষা মন্ত্রী ওসামা আল জুয়ালির সঙ্গে পারস্পরিক সাহায্য সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।


 
শুক্রবার লিবিয়ার ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আর এর ফলে লিবিয়া কয়েক বিলিয়ন ডলারের নিয়ন্ত্রন ফিরে পেলো।
 
সফর শুরু করার আগে প্যানেটা বলেন, লিবিয়ার যখন সঙ্কটকাল চলছিল তখনই আমি নিশ্চিত ছিলাম লিবিয়ার জনগণ সাহসিকতার সঙ্গে এর বিরুদ্ধে লড়বে। একই সঙ্গে আমি নিশ্চিত যে, লিবিয়াকে গণতন্ত্রের দিকে নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। ’

লিবিয়ার বিশ্বের অষ্টম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। দেশটিতে অশান্ত অবস্থা বিরাজ করার পর থেকে তেল রপ্তানি এবং তেল উত্তোলন দুটিই বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।