ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে ফ্রিজিং গাড়ির ভেতরে ৪১ অভিবাসন-প্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
গ্রিসে ফ্রিজিং গাড়ির ভেতরে ৪১ অভিবাসন-প্রত্যাশী ফ্রিজিং গাড়ি থেকে ৪১ জন অভিবাসন-প্রত্যাশীকে জীবিত উদ্ধার। ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রিসের উত্তরাঞ্চলে একটি ফ্রিজিং গাড়ি থেকে ৪১ জন অভিবাসন-প্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই অবৈধ পথে গ্রিসে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সোমবার (০৪ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের জানথি শহরে নিয়মিত তল্লাশির সময় তাদের উদ্ধার করা হয়। এসব অভিবাসন-প্রত্যাশীর বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক।

পুলিশ জানায়, উদ্ধারের সময় গাড়ির এসি বন্ধ ছিল। এরপরও তাদের বেশিরভাগই সুস্থ আছেন। কেবল সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সেফহোমে পাঠানো হয়েছে।

গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তারা।

এর আগে গত ২৩ অক্টোবর যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির ফ্রিজিং কন্টেইনার থেকে ৩৯ জন ভিয়েতনামের নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯

কেএসডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।