তিউনিস: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) তিউনিসিয়ায় প্রথম সম্মেলনে মিলিত হয়েছে।
সরকার বিরোধী বিভিন্ন দল-উপদলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিরোধীদের এই সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা আশা প্রকাশ করছেন, এই পরিষদটি শেষ পর্যন্ত সিরিয়ার অপেক্ষমান সরকারের ভূমিকায় অবতীর্ণ হবে।
সিরিয়ার সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর গত সেপ্টেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে আনুষ্ঠানিকভাবে এসএনসি গঠিত হয়।
এসএনসির নেতাদের বেশিরভাগই বিভিন্ন সময় সিরিয়া থেকে বহিষ্কৃত বুদ্ধিজীবী । তবে সিরিয়ার অভ্যন্তরে যারা সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করছে তাদের সঙ্গে এই নেতাদের যোগাযোগ সীমিত বলে জানা গেছে।
এদিকে গত শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার বিক্ষোভকারী সিরিয়াজুড়ে আবারো রাজপথে নেমে আসে।
সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমসে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ছয়জন মানুষ নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানায় মানবাধিকার কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১