দিল্লি: পার্লামেন্টে নিজেদের মতো করে লোকপাল বিল পাস করার জন্য তোড়জোর করছে ভারত সরকার। এর মধ্যে আবারও প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দিয়ে নানা আপত্তির কথা জানিয়েছেন দুর্নীতি বিরোধী আলোচিত সমাজসেবক আন্না হাজারে।
চিঠিতে তিনি অভিযোগ করেছেন, সরকার বিশ্বাসঘাতকতা করেছে।
হাজারের অভিযোগ, সরকারের খসড়া বিলের ধারাগুলো দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে না। কেন্দ্র সরকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) নিয়ন্ত্রণ ছাড়তে আগ্রহী নয় বলে তার অভিযোগ। তিনি বলেন, ‘সিবিআইকে লোকপালের অধীনে না নিলে এটি নখ-দন্তহীন প্রতিষ্ঠান হবে। ’
সিবিআইকে লোকপালের নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা আন্না হাজারের অন্যতম দাবি।
কিন্তু পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির প্রস্তুত করা খসড়া লোকপাল বিলে সিবিআইকে লোকপালের আওতার বাইরে রাখার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে টিম আন্না।
এছাড়া, লোকপালের নয়জন সদস্য বাছাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন আন্না হাজারে।
তবে আন্না আশা প্রকাশ করেছেন, গত আগস্টে অনশনের সময় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার। সেই সঙ্গে আন্না এও হুঁশিয়ারী দিয়েছেন, সরকার কথা না রাখলে আগামী ২৭ ডিসেম্বর থেকে তিনি আবারও অনশনে যাবেন।
এছাড়া লোকসভার চলতি অধিবেশনেই লোকপাল বিল পাস না হলে ১ জানুয়ারি থেকে জেলে ভরো কর্মসূচি শুরু করবেন বলে সরকারকে দেওয়া তার হুমকির কথা স্মরণ করিয়ে দিয়েছেন আন্না হাজারে।
বাংলাদেশ সময় : ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১