ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সরকার –সেনাবাহিনী মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, ডিসেম্বর ১৭, ২০১১
পাকিস্তানে সরকার –সেনাবাহিনী মুখোমুখি

ইসলামাবাদ: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির হয়ে সেনা বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে স্মারকলিপি দেওয়ার বিতর্ক আবারো জটিল রূপ নিয়েছে। এবার সরকার আর সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়েছে।



সেনা প্রধান জেনারেল পারভেজ আসফাক কায়ানি এবার এই স্মারকলিপি দেওয়ার ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবির পক্ষে অবস্থান নিয়েছেন।

এর আগে বিরোধী পাকিস্তান মুসলিম লিগের (এন) নেতা নেওয়াজ শরিফ এই ঘটনার তদন্ত চেয়ে উচ্চ আদালতে পিটিশন করেছেন। কিন্তু সরকার এই আবেদন খারিজ করার জন্য আদালতকে অনুরোধ জানিয়েছে।

এই বৈপরিত্য পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকারের মধ্যে টানাপোড়েন আরও জটিল করে তুলল। এমনিতেই গত সপ্তাহে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি চিকিৎসার জন্য দুবাই যাওয়ার পর পাকিস্তানে সেনা অভ্যুত্থানের গুজব উঠেছিল।

সেনা প্রধান কায়ানি উচ্চ আদালতের প্রতি এক বিবৃতিতে ওই স্মারকলিপিকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ এবং পাক সেনাবাহিনীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন।

তিনি এর তদন্ত করার জন্য আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন। সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার এই ব্যর্থ প্রয়াসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার অনুরোধ করেছেন তিনি।

অপর দিকে আরেক বিবৃতিতে সরকার নেওয়াজ শরিফের করা তদন্তের আবেদন খারিজ করার অনুরোধ জানিয়েছে। যেহেতু সংসদ বিষয়টি দেখছে তাই আদালতকে এর দায়িত্ব না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ, গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন। পাকিস্তানের ভেতরেই প্রশাসন বা গোয়েন্দা সংস্থার অজ্ঞাতে এতো বড় আন্তর্জাতিক সন্ত্রাসী কী করে আত্মগোপনে থাকলেন এ নিয়ে প্রশ্ন ওঠে। সবচে বেশি প্রশ্নের সম্মুখীন হয় সেনা বাহিনী।

এর প্রেক্ষিতে সেনাবাহিনী ও সরকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে প্রেসিডেন্ট জারদারিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করতে পারে এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে রাষ্ট্রদূত হোসেইন হাক্কানি ওয়াশিংটনে স্মারকলিপি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

তবে যাই হোক বিষয়টি নেয় যদি তদন্ত শুরুই হয় তাহলে প্রেসিডেন্ট জারদারির ক্ষমতায় টিকে থাকা আরও অনিশ্চিত হয়ে পড়বে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।