তেহরান: যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় শনিবার সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ইরানি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাগরাম বিমান ঘাঁটিতে সনাক্ত করা হয়।
সনাক্ত করার পর তাকে নজরদারিতে রাখা হয়। এর পর ইরানের অভ্যন্তরে প্রবেশ করার জন্য তাকে প্রলুব্ধ করা হয়। ইরানি গোয়েন্দাদের ফাঁদে পা দিয়ে তিনি ইরানে প্রবেশ করে গোয়েন্দা কার্যক্রম শুরু করলে তাকে হাতে নাতে আটক করা হয়।
তবে বিবৃতিতে আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত ব্যক্তির উদ্দেশ্য ছিল ইরানের গোয়েন্দা সংস্থার অভ্যন্তরে ঢুকে তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা ।
ইরানি কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার পরিকল্পনা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জটিল গোয়েন্দা যুদ্ধের একটি নতুন অংশ হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থার (সিআইএ) হয়ে অনেক আগে থেকেই তিনি কাজ করতেন ।
উল্লেখ্য, ইরানের ভেতরে মাঝে মধ্যেই মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট ধরা পড়ার খবর প্রকাশ করে ইরান। তবে পরে বিস্তারিত আর কিছু তারা জানায় না।
বাংলাদেশ সময়: ২১৯৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১