ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রক্তে লেখা চিঠি, নিজ হাতে ধর্ষকদের ফাঁসি দিতে চান বর্তিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
রক্তে লেখা চিঠি, নিজ হাতে ধর্ষকদের ফাঁসি দিতে চান বর্তিকা

ভারতে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। দেশে-বিদেশে প্রতিবাদ হওয়ার পরও এ ধরনের ঘটনা কমার কোনো লক্ষণ সেখানে নেই বললেই চলে। সেজন্য বিখ্যাত শুটার বর্তিকা সিংয়ের ইচ্ছে নির্ভয়া গণধর্ষণ মামলার সাজাপাওয়া ৪ জনকে ফাঁসিতে ঝোলাবেন নিজ হাতেই। এতে ধর্ষকরা কিছুটা ভয় পায় যদি! রক্তে লেখা চিঠিতে এ ইচ্ছের কথা তিনি জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

রোববার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

বর্তিকা সিং বলেন, নির্ভয়া গণধর্ষণকাণ্ডের জন্য সাজাপাওয়া ৪ আসামির ফাঁসি কার্যকর করতে আমাকে অনুমতি দেওয়া উচিত।

এ পদক্ষেপ দেশের সবখানে এ বার্তা পৌঁছে দেবে যে- নারীরাও ফাঁসিতে ঝোলাতে পারে। আমি নারী অভিনেত্রী, সংসদ সদস্যদের সমর্থন চাইছি। আশা করছি এর মাধ্যমে সমাজে পরিবর্তন আসবে। নারীরা ভয়ের মধ্যে কেন জীবন যাপন করবে, এটা উচিত নয়।

২০১২ সালের ১৬ ডিসেম্বর গণধর্ষণের পর নির্ভয়া নামের এক ছাত্রীকে রাতে চলন্ত বাস থেকে দিল্লির রাস্তায় ফেলে দেওয়া হয়। দৃশ্যমান সাজা দেওয়ার দাবিতে নির্ভয়ার পরিবার লড়ছে সেসময় থেকে। সাত বছর পার হতে চলা এ মামলায় সাজাপাওয়া আসামিদের ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে গুঞ্জন ছিল। কিন্তু এক আসামির আপিলের কারণে মামলার শুনানি পিছিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নির্ভয়া কাণ্ডের আসামিদের কপালে কী জুটছে শুনানি শেষ না হওয়া পর্যন্ত তা বলা মুশকিল।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।