ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে গাড়ি দুর্ঘটনায় ১৮ বরযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জুন ২২, ২০১০

হায়দ্রাবাদ: ভারতে দ্রুতগামী একটি বাস এবং বরযাত্রীবাহী দুটি ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে বরসহ মোট ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় বরযাত্রীরা এ দুর্ঘটনার শিকার হন।



এদিকে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদের ১১০ মাইল উত্তরপূর্বে ওয়ারাঙ্গাল এলাকায় আরেক দুর্ঘটনায় কনেসহ মোট ১৯ জন আহত হয়েছেন। জেলা পুলিশ সুপারিটেন্ডেন্ট শাহ্নেওয়াজ কাসিম এ ঘটনা জানান।

ঘটনাস্থলের কাছে একটি হাসপাতালের চিকিৎসক বলেন আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ভারতে হাজার হাজার লোকের মৃত্যু হয়। এজন্য অধিকাংশ ক্ষেত্রেই চালকদের বেপরোয়া গতি, বেহাল যানবাহন ও সড়ককে দায়ী করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘন্টা, জুন ২২, ২০১০
এনজে/ডিসি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।