ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

সারা দুনিয়া মুসলিমদের, হিন্দুদের শুধু ভারত: বিজেপি নেতা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, ডিসেম্বর ২৫, ২০১৯
সারা দুনিয়া মুসলিমদের, হিন্দুদের শুধু ভারত: বিজেপি নেতা 

‘মুসলিমরা দুনিয়ার যে কোনো দেশে যেতে পারে। কিন্তু হিন্দুদের জন্য ভারতই একমাত্র দেশ।’ এমন বক্তব্য দিয়ে নাগরিকত্ব আইনের বিতর্ক আরও উস্কে দিয়েছেন বিজেপি নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। 

গুজরাটে নাগরিকত্ব আইনের পক্ষে বিজেপির এক র‌্যালিতে তিনি ওই বক্তব্য দেন। নাগরিকত্ব আইনের পক্ষে মঙ্গলবার গুজরাটে ৬২টি ব়্যালি হয় 

আহমেদাবাদের ব়্যালিতে রুপানি বলেন, ‘মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে।

তারা সেসব দেশে যেতে পারে। কিন্তু হিন্দুদের জন্য কোথাও জায়গা নেই। একটিই দেশ রয়েছে, তা হল ভারত। ’

তিনি দাবি করেন, ভারতে মুসলমানরা সম্মানের সঙ্গে বসবাস করার সুযোগ পান। তাদের জনসংখ্যাও বেড়েছে।  

নাগরিকত্ব আইনের পক্ষে গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে হিন্দুদের হার ২২ থেকে ৩ শতাংশে নেমে গেছে। সেখানে তাদের ওপর অত্যাচার করা হয়েছে, সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। বহু আগে তাই সেদেশ থেকে হিন্দুরা ভারতে চলে এসেছিল। কিন্তু, নাগরিকত্ব না মেলায় তারা সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন না। ’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।