ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীকে প্রশ্ন করায় ইন্দুলেখার টুইটার গায়েব! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
মোদীকে প্রশ্ন করায় ইন্দুলেখার টুইটার গায়েব! 

হিজাব পরে ভারতের নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন কোচির বাসিন্দা ইন্দুলেখা। তিনি এর্নাকুলামের সরকারি ল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। 

হিজাব পরে বিক্ষোভে যোগ দেয়ার সময় তার হাতে একটি প্ল্যাকার্ড ধরা ছিল। যাতে লেখা ছিল, ‘মি. মোদী, আমি ইন্দুলেখা।

আমার পোশাক দেখে কি আমাকে চিনতে পারছেন?’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রতিবাদীদের পোশাক দেখলেই চেনা যায়।  

তার এ বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ইন্দুলেখাও মুসলিম না হয়েও হিজাব পরে ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলেন।  

বুধবার সকালে ইন্দুলেখা ফের মোদীর উদ্দেশে টুইট করেন। তিনি লেখেন, ‘হ্যালো প্রধানমন্ত্রী, আপনার বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পের কী হল? ভারতের নাগরিক হিসেবে প্রতিবাদ করা আমার গণতান্ত্রিক অধিকার। তার জন্য আপনার আইটি সেলের সদস্যদের হাতে আমাকে হেনস্থা হতে হচ্ছে। ’ 

এই টুইট পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্ট গায়েব হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এজে   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।