ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কুয়েতের আরিফজান সামরিক ঘাঁটিতে মার্কিন সেনা। ছবি: সংগৃহীত

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশটির আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে  আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছেন তারা।

বুধবার (৮ জানুয়ারি) ক্যাম্পের মার্কিন অধিনায়কের কাছ থেকে এ চিঠি প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রহণ করে বলে মন্ত্রীর বরাত দিয়ে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ)।

প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহ বলেন, ‘ক্যাম্প আরিফজান থেকে এ ধরনের পত্র পাওয়া অপ্রত্যাশিত ছিল এবং বিস্তারিত তথ্যের জন্য আমরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত এলো।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।