ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্রুত লকডাউন তুলে নিলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
দ্রুত লকডাউন তুলে নিলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হু 

কোনো দেশে তড়িঘড়ি করে লকডাউন প্রত্যাহার করা হলে করোনা পরিস্থিতির আরও ভয়াবহ পুনরুত্থান হবে বলে জোরালো সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ ব্যাপারে সব দেশকে অতি মাত্রায় সাবধানী হতে বলেছে সংস্থাটি। 

সুইজারল্যান্ডের জেনেভায় এক ভিডিও কনফারেন্সে বিশ্বের সব দেশের উদ্দেশ্যে এ বার্তা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গোব্রিয়াসেস। শনিবার (১১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

হু পরিচালক বলেন, তড়িঘড়ি লকডাউনের কঠোর নিষেধাজ্ঞা তুলে নিলে আরও প্রাণঘাতী রূপে করোনা ভাইরাসের পুনরুত্থান ঘটতে পারে। কোনো দেশে করোনা ভাইরাসের স্তিমিত হয়ে যাওয়া মানেই তা শঙ্কামুক্ত নয়। যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না হলে করোনার এই আপাত স্তিমিত হওয়া এর উত্থানের মতোই বিপজ্জনক।  

সম্প্রতি করোনার সর্বোচ্চ ভুক্তভোগী দেশগুলোর মধ্যে ইউরোপের ইতালি ও স্পেনে সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে। এ পরিপ্রেক্ষিতে দেশগুলো লকডাউন বজায় রাখলেও কিছু কিছু ক্ষেত্রে তা শিথিল করছে।  

এ প্রসঙ্গেই দ্রুত লকডাউন তুলে না নেওয়ার সাবধানবাণী উচ্চারণ করেন হু পরিচালক।  

ইতালি ও স্পেনে করোনায় দৈনিক মৃত্যুহার কমার ব্যাপারটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কী কী কৌশল অবলম্বন করে লকডাউন শিথিল করা সমীচীন হবে, এসব নিয়ে আলোচনা করছে। কিন্তু, খুব দ্রুতই লকডাউন তুলে নেওয়া বা শিথিল করা উচিত হবে না।  

শেষ খবর অনুসারে, করোনায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ লাখেরও বেশি। এর মধ্যে ৩ লাখ ৭৬ মানুষ সেরে উঠেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।