ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, ছাড়িয়েছে ২০ হাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, ছাড়িয়েছে ২০ হাজার

দুঃখজনক! কিন্তু সত্য। গোটা বিশ্বে মৃত্যু প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে করোনা ভাইরাস। একটু আগেও যে দেশ মৃত্যু সংখ্যায় সবার উপরে ছিল, কিছুক্ষণ পরই তা টপকে গেছে যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙা বিপর্যয়ে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বলছে, দেশটিতে শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। অথচ, কিছুক্ষণ আগেও প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের মৃত্যুতে সবচেয়ে বিপর্যস্ত দেশ ছিল ইতালি।

এদিকে, একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুতে এক রকম টানা রেকর্ড গড়ে যাচ্ছে ‘বিশ্ব মোড়ল’ দেশটি। এই ভাইরাসের বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনে এত মৃত্যু আর কোনো দেশে হয়নি; যেটা যুক্তরাষ্ট্রে কয়েকদিন ধরে হচ্ছে।

শনিবারও দেশটিতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যা ২৪ ঘণ্টায় এ যাবৎ কালের সর্বোচ্চ। এর আগে মঙ্গলবার (০৭ এপ্রিল) এখানে মারা যান এক হাজার ৯৭৩ জন মানুষ।

বিবিসি বলছে, আমেরিকায় এতদিন শুধু সবচেয়ে বেশি আক্রান্ত ছিল। এখন মৃত্যু সংখ্যায়ও ইতালিকে ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি মৃত্যুও এখানেই। আর এটা হয়েছে শনিবার রেকর্ড ২০ হাজারের বেশি মানুষের মৃত্যুতে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, শনিবার র‌্যাজের (অঙ্গরাজ্যের) মৃত্যু সংখ্যা ‘সীমা ছাড়িয়ে গেছে’।

তিনি বলেন, এই মৃত্যু ‘সর্বোচ্চ’ নয়। আপনি দেখতে পাচ্ছেন সংখ্যাটি কিছুটা স্থিতিশীল। কিন্তু কিছুক্ষণ পরই তা আবার ভয়াবহ হারে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এগুলো কেবল অবিশ্বাস্যরকমের ক্ষতি। বেদনা চিত্রিত অবিশ্বাস্য সংখ্যা মৃত্যুর।

জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশের আনুমানিক পাঁচ লাখ ২০ হাজার আক্রান্তের মধ্যে এখানেরই এক লাখ ৮০ হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।