ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা শনাক্তে মেটাল ডিটেক্টর উদ্ভাবন ইরানের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
করোনা শনাক্তে মেটাল ডিটেক্টর উদ্ভাবন ইরানের!

করোনা ভাইরাস শনাক্তে বিশ্বে এই প্রথমবারের মতো মেটাল ডিটেক্টর উদ্ভাবনের দাবি জানিয়েছে ইরানের বিজ্ঞানীরা। এটিকে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির এক অসাধারণ নজির হিসেবে অভিহিত করা হচ্ছে। 

বুধবার (১৫ এপ্রিল) ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।  

ইরানের পক্ষ থেকে বলা হয়, এই মেটাল ডিটেক্টরটি এর আশপাশে ৩৩০ ফুট ব্যাসের মধ্যে থাকা করোনা ভাইরাসকে ৫ সেকেন্ডের মধ্যে শনাক্ত করতে সক্ষম।

এবং এতে এর সফলতা শতকরা ৮০ ভাগ।  

খবরে বলা হয়, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই মেটাল ডিটেক্টটরটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।  

ওই অনুষ্ঠানে এই যন্ত্রটি কীভাবে তৈরি করা হয়েছে সে প্রসঙ্গে বলতে গিয়ে সালামি বলেন, ভেতরে বাইপোলার ভাইরাস স্থাপন করে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে। এতে করেই যন্ত্রটি এর এন্টেনা দিয়ে আশপাশের ১০০ মিটার ব্যাস পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত করতে সক্ষম। ঠিক কোথায় ওই ভাইরাসটি আছে তাও ৫ সেকেন্ডের মধ্যে শনাক্ত করা সম্ভব।        

সালামি বলেন, এই মেটাল ডিটেক্টরের ফলে রক্ত বা লালা পরীক্ষার মাধ্যম করোনা শনাক্তের প্রয়োজন পড়বে না। কেননা, এটি দূর থেকেই করোনা শনাক্তে সক্ষম।  

শুধু মানুষ নয়, সন্দেহভাজন বিভিন্ন এলাকা বা বস্তু করোনা ভাইরাসহীন করতেও এটি কাজে লাগানো যাবে।  

এদিকে বিশেষজ্ঞদের মতে, সন্দেহভাজন ব্যক্তির গলা বা নাক থেকে সোয়াব সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তেই এখন একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি। এর মধ্য দিয়েই ভাইরাসের জেনেটিক বিষয়াদি জানা যায়।   

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।