ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০ লাখ

ঢাকা: বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন এবং ইতালিতে আক্রান্তের সংখ্যা বর্তমানে সব থেকে বেশি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য সরণীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এসব প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভাইরাসটিতে সবথেকে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র।

দেশটিতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ নয় হাজার ৬৮৫ জন। এরপরই রয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৬৩৩ জন। আর ইতালিতে এই সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪৮৮ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯।

এদিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।