ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলাস্কায় ৭.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
আলাস্কায় ৭.৮ মাত্রার ভূমিকম্প ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রের আলাস্কার উপকূল অঞ্চলে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও।

সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির জিওলজিক্যাল সার্ভে বলছে, বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এটি প্রাথমিকভাবে আঘাত হেনেছে বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন।

ভূমিকম্পটির অবস্থান ছিল আলাস্কার অ্যাঙ্কোরেজ এলাকা থেকে ৫০০ মাইল দক্ষিণ পশ্চিম এবং দূরবর্তী পেরিভিল এলাকা থেকে ৬০ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে। এছাড়া ভূমিকম্পটি প্রায় ছয় মাইল বা ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হেনেছে। যা অগভীর হিসেবে বিবেচনা করা হয়।

সিএনএন বলছে, আলাস্কান উপদ্বীপ এবং দক্ষিণ আলাস্কা এলাকায় সুনামি সতর্কতা দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূল এলাকায়ও সুনামির বিপদ সংকেত দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।