ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানির ভুইর্টেমব্যার্গে স্কুলগুলোতে বোরকা-নিকাব নিষিদ্ধ 

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
জার্মানির ভুইর্টেমব্যার্গে স্কুলগুলোতে বোরকা-নিকাব নিষিদ্ধ  জার্মানির ভুইর্টেমব্যার্গে স্কুলগুলোতে বোরকা-নিকাব নিষিদ্ধ 

জার্মানি: জার্মানির বাডেন ভুইর্টেমব্যার্গ অঙ্গরাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

গত মঙ্গলবার (২১ জুলাই) অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্ট উইনফ্রেড ক্রেটশ্মারের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

সঠিক সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিমত উইনফ্রেড ক্রেটশ্মারের। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অধিবাসীসহ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশীরাও।  

প্রবাসী বাংলাদেশি জুলফিকার সাঈদ মনা বলেন, শিশুদের ওপর জোর নয় বরং তাদের মানসিক বিকাশে এই সিদ্ধান্ত সময়োপযোগী।  

এদিকে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে কারো ধর্মীয় বিশ্বাস, মনোভাব অথবা মত প্রকাশের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়গুলো দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।  

এক বিশেষজ্ঞ বলেন, আমি একজন প্রগতিশীল মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে মনে করি, কারো বোরকা পরতে চাওয়া গণতান্ত্রিক অধিকার। তবে স্কুলের কোমলমতি শিশু-কিশোরীরা যাতে অনিচ্ছাসত্ত্বেও মা-বাবা বা ধর্মীয় বাধ্যবাধকতার কারণে অধিকারের জায়গা থেকে বৈষম্যের শিকার হয়ে বোরকা-হিজাব না পরে সেটিও লক্ষ্য রাখা প্রয়োজন। না হলে তা হিতে বিপরীত হবে।  

এদিকে আপাতত স্কুল পর্যায়ে এমন বাধ্যবাধকতা থাকলেও কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বোরকা বা হিজাব পরার ব্যাপারে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি।  

জার্মানিতে প্রায় ৬০ লাখ মুসলিম বসবাস করেন। তাদের বেশিরভাগই আরব ও তুরস্ক থেকে যাওয়া।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।