ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জুলাই ২৫, ২০২০
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মুখ্যমন্ত্রী টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আমার মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিয়েছিল এবং পরীক্ষার পর আমার রিপোর্ট পজিটিভ এসেছে। ’

সহকর্মীসহ অন্যরা, যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা ভাইরাস পরীক্ষা করানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।