ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাদাখ ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল মার্কিন কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
লাদাখ ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল মার্কিন কংগ্রেস ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের সঙ্গে লাদাখ নিয়ে সংঘাতের ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন কংগ্রেস।  

লাদাখ নিয়ে সংঘাতের জন্য বেইজিংকেই দায়ী করেছেন মার্কিন কংগ্রেসের দুই কক্ষ, হাউস অব রিপ্রেজেনটেটিভ ও সিনেটের সদস্যরা।

দলমত নির্বিশেষে মার্কিন কংগ্রেসের প্রত্যেকে চীনের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানেরও প্রশংসা করেছেন।

গালওয়ানে সংঘাত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের অভিসন্ধি নিয়ে মার্কিন কংগ্রেসের বিভিন্ন সদস্য গত কয়েক সপ্তাহ ধরে বার বার সরব হয়েছেন। তাদের প্রত্যেককেই ভারতের হয়েই প্রশ্ন করেছেন। ভারতের সীমান্তে চীনের নাক গলানোকে কটাক্ষ করেছেন অনেকেই। সূত্র: জি-নিউজ

অনেকেই এ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুকে চিঠি লিখে চীনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা এবং হাউসের সদস্য ফ্র্যাঙ্ক পালোন ভারত-মার্কিন সুসম্পর্কের কথা বলে জানিয়েছেন, চীনের এ সেনা আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে এ সংঘাতের সমাধান করতে হবে।

রিপাবলিকান সিনেটর রিক স্কট কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে নয়াদিল্লির অবস্থানের সমর্থন করেছেন। গত তিন মাস ধরে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চীনের মধ্যে টানাপোড়েন চলছে। ক্রমাগত সেনা, যুদ্ধের অত্যাধুনিক সরঞ্জাম মজুত করছিল লালফৌজ। আলোচনা করেও সমস্যা মেটানো যায়নি। বরং দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। চীনেরও ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই উত্তেজনা প্রশমনে বিভিন্ন স্তরে আলোচনা চলছে দু’দেশের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।