ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে পর্যটনকে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
কাশ্মীরে পর্যটনকে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ ...

করোনার কারণে স্থবির হয়ে পড়া বিশ্ব অর্থনীতি সচল হতে শুরু করেছে। ধীরে ধীরে পর্যটকদের জন্য নিজেদের দুয়ার খুলে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

দেশগুলোর পক্ষ থেকে পর্যটকদের মনযোগ আকর্ষণ করার জন্য নেওয়া হচ্ছে অভিনব উদ্যোগ। পিছিয়ে নেই কাশ্মীরও।

কাশ্মীরে পর্যটনকে উৎসাহ দিতে পর্যটন পরিচালক ট্রেকারের একটি দলের শ্রীনগর থেকে গুলমার্গ যাত্রার উদ্বোধন করেন। খবর দ্য সিঙ্গাপুর পোস্টডটকমের।

গুলমার্গ অভিমুখে এই ট্রেকিং আয়োজিত হচ্ছে গনি গ্লিডার্স স্পোর্টস ক্লাব এবং জম্মু ও কাশ্মীর হোসাইনি স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে। এতে অর্থায়ন করছে জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগ।

পর্যটন পরিচালক ওয়ানি বলেন, আমরা কাশ্মীরে নানা উদ্যোগ নেওয়া শুরু করেছি। এর অন্যতম কারণ হলো, যেন পর্যটকদের কাছে একটি বার্তা পৌঁছে যায় যে, কাশ্মীর পর্যটকদের এখন উন্মুক্ত। প্রশাসন কোভিড-১৯ প্রতিরোধে যথেষ্ট তৎপর।

গনি গ্লিডার্স স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক তারিক রাশিদ এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, যদি আমরা স্থানীয় পর্যটনকে উৎসাহীত করি তবে দেশজুড়ে একটি বার্তা ছড়িয়ে যাবে, কাশ্মীর এখন ভ্রমণের জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।