ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে গ্যাসভর্তি ট্যাঙ্কলরি বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, জুন ২৩, ২০১০

ম্যানিলা: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গ্যাসভর্তি ট্যাঙ্কলরি নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরিত হলে দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে । আজ বুধবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

খবর এপি’র।

পুলিশ পরিদর্শক আরমান্দি দিমাপুয়ো এপিকে বলেন, রাজধানী ম্যানিলার দক্ষিণে কাভিতে প্রদেশের কারমোনা শহরতলির মহাসড়কে আরেকটি গাড়ি অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, চালক লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ও রেস্তোরাঁয় ওপর আছড়ে পড়ে।

ট্রাকটি উল্টে এর মধ্যে থাকা গ্যাসভর্তি ট্যাঙ্ক রাস্তার ওপরেই বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে ২ বছর ও ১২ বছর বয়সী দুটি শিশু রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৩ ঘণ্টা, জুন ২৩, ২০১০
এসআইএস/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।