ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের অজিত দোভাল ও লঙ্কান রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ভারতের অজিত দোভাল ও লঙ্কান রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারত মহাসাগরের সুরক্ষা ও দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতে ভারতীয় বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্প নিয়েও আলোচনা করা হয়।

দেশটির ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এই আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং এর ফলে ভারত-শ্রীলঙ্কার সম্পর্ক আরও সুন্দর ও গভীর হবে।

বৈঠকে জাতীয় সুরক্ষা, ভারত মহাসাগরের সুরক্ষা, নতুন ভারতীয় বিনিয়োগ, অবকাঠামো প্রকল্পের ধারাবাহিকতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলি আলোচনা করা হয়।

তথ্যসূত্র: ইন্ডিয়া ব্লুমস

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।