ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে দুর্বৃত্তদের হামলায় কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
নাইজেরিয়ায় স্কুলে দুর্বৃত্তদের হামলায় কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাটসিনা রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনার পর বিদ্যালয়টির প্রায় ৪০০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ এক বিবৃতিতে বলেছেন, ক্যানকারা এলাকায় অবস্থিত গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের বিদ্যালয়টিতে শুক্রবার রাত ১০টার দিকে কিছু বন্দুকধারী অতর্কিতে ঢুকে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করে।

বন্দুকধারীদের হামলার পর সংঘটিত বন্দুকযুদ্ধে পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে ওই ঘটনার পর শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন নিখোঁজ শিক্ষার্থীর উদ্বিগ্ন স্বজনেরা। হামলার ঘটনার দিন দেশটির প্রেসিডেন্ট বুহারি ওই এলাকায় পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, কতোজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বা অপহৃত হয়েছেন তা নির্ধারণ করতে ও তাদের খুঁজে বের করতে তারা সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে কাজ করছেন। ডাকাত দলের সঙ্গে গোলাগুলির সময় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলেও এসময় জানিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।