ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের জম্মু-কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান: ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
ফের জম্মু-কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান: ভারত

জম্মু-কাশ্মীরের রাজউড়ী জেলার নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। বুধবার সন্ধ্যায় একজন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল দেবেনদার আনন্দ জানান, পাকিস্তান সন্ধ্যা ৬টার দিকে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসির পাশে হাল্কা অস্ত্র দিয়ে গুলি চালায় এবং মর্টার সেল নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এ সময় ভারতীয় সেনাবাহিনী এ হামলার যথাযথ পাল্টা জবাব দেয় বলেও জানান তিনি।

এই বছরের শুরু থেকেই পাকিস্তান কিছুদিন পরপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। চলতি বছরে ৩,২০০ এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সব হামলায় ৩০ জন বেসামরিক মানুষ মারা গেছেন এবং অন্তত শতাধিক আহত হয়েছেন।

সূত্র: আইএএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।