ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সমর্থকদের ফিরে যেতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৪, জানুয়ারি ৭, ২০২১
সমর্থকদের ফিরে যেতে বললেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: নভেম্বরের নির্বাচনে কি হয়েছে সবাই এটি জানেন বলে দাবি করেছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওই নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।


 
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ট্রাম্প টুইটারে একটি রেকর্ড করা ভিডিওতে নভেম্বরের হোয়াইট হাউস নির্বাচনের জালিয়াতির কথা উল্লেখ করে এই প্রতিক্রিয়া জানিয়েছেন।
 
ক্যাপিটল হিলে (পার্লামেন্ট) জমায়েত হওয়া হাজারো সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের ব্যথা জানি। আমি জানি যে আপনারা আহত হয়েছেন। তবে আপনাদের এখন বাড়ি যেতে হবে। আমাদের শান্ত থাকতে হবে। ’
 
নির্বাচনী জালিয়াতি বিতর্কিত দাবি এবং "সহিংসতার ঝুঁকি" উল্লেখ করে তিনি টুইটারে একটি সতর্কবার্তা টুইট করেছেন।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।