ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুধ বেচে কোটি টাকা আয় করেন ৬২ বছরের বৃদ্ধা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
দুধ বেচে কোটি টাকা আয় করেন ৬২ বছরের বৃদ্ধা!

ভারতের গুজরাটের বনস্কান্ত জেলার নাগানা গ্রামের বাসিন্দা ৬২ বছরের বৃদ্ধা নাভালবেন দলসাংভাই চৌধুরী। এখনও পরিশ্রমে না নেই তার।

নিজের খামারে ৮০টি মহিষ আর ৪৫টি গাভি আছে তার।  

নাভালবেন খামারের সব কাজ নিজেই তদারকি করেন। গত বছর তিনি সোয়া কোটি টাকার দুধ বিক্রি করেছেন।  

তিনি জানান, তার চার ছেলে পড়াশোনা করে শহরে চাকরি করছে। কিন্তু কেউই তার মতো আয় করে না। ২০১৯ সালেও তিনি প্রায় ৮৮ লাখ রুপির দুধ বিক্রি করেছিলেন।

প্রথমদিকে তিনি নিজের গ্রাম এবং আশেপাশের গ্রামে দুধ সরবরাহ করতেন। অল্পদিনের মধ্যেই ব্যবসা বাড়তে থাকে। ব্যবসা সামলাতে এখন ১৫ জন কর্মচারী রেখেছেন এই বৃদ্ধা।  

এই বৃদ্ধ এরইমধ্যে জেলায় তিনবার পশুপালক পুরস্কার এবং দু'বার লক্ষ্মী পুরস্কার পেয়েছেন। সূত্র : ইন্ডিয়া টাইমস ও আজকাল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।