ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৯, জানুয়ারি ৮, ২০২১
আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করলো ইরান

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে পার্সিয়ান উপসাগরের তীরে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

শুক্রবার (০৮ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ কথা জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী উচ্চ পর্যায়ের কমান্ডাররা আন্ডারগ্রাউন্ড একটি ঘাঁটিতে ঢুকছেন। সেখানে ইরানের কমান্ডাররা একটি টানেলে ঢোকেন, যা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ট্রাক এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের পরিপূর্ণ।

তবে ক্ষেপণাস্ত্র ঘাঁটিটির অবস্থান জানায়নি ইরান কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ কৌশলগত বোম্বার মোতায়েনের কয়েক ঘণ্টা পর এ আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করলো ইরান।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।