ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

টিকা কার্যক্রম শুরু করায় মোদীকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, জানুয়ারি ১৮, ২০২১
টিকা কার্যক্রম শুরু করায় মোদীকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

করোনা টিকাদান কার্যক্রম শুরু করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

শনিবার টুইটারে লোটে বলেন, করোনা টিকাদানের যুগান্তকারী কর্মসূচি শুরু করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির জনগণকে অভিনন্দন জানাতে চাই।

 

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহামারি বন্ধে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এটিই বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাদান কর্মসূচি।  

ভারতে এ পর্যন্ত এক কোটি পাঁচ লাখ ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৫২ হাজারের বেশি।

ডিজিটাল মাধ্যমে দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, ভারত খুব অল্প সময়ে দুটি টিকা তৈরি করতে সক্ষম হয়েছে, যা তৈরিতে সাধারণত কয়েক বছর সময় লাগে। সূত্র: আইএএনএস

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।