ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে টোকিও-ব্যাংককে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে টোকিও-ব্যাংককে বিক্ষোভ ব্যাংককে মিয়ানমার দূতাবাসের সামনে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানান থাইল্যান্ডে বসবাসরত মিয়ানমারের নাগরিকরা।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জাপানের রাজধানী টোকিও এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভ শুরু হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চির প্রতিকৃতি হাতে টোকিও ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ করছেন কয়েকশ’ বার্মিজ নাগরিক।

এসময় বিক্ষোভকারীরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে সরব হওয়ার আহ্বান জানান।

সু চি-সহ আটক রাজনৈতিক নেতাদের ছেড়ে দেওয়ার দাবি তোলেন তারা।

এছাড়া, ব্যাংককে মিয়ানমার দূতাবাসের সামনে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানান থাইল্যান্ডে বসবাসরত বার্মিজ নাগরিকরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে,  ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এ সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি

আরও পড়ুন>> **জনগণকে বিক্ষোভে নামার আহ্বান সু চির
**মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানালেন রোহিঙ্গা নেতা
**মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বললো চীন
**সু চিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে: বাইডেন
**মিয়ানমারে সব ব্যাংক বন্ধ
**মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বললো চীন
**মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ
**সেনা অভিযানে সু চি ও মিয়ানমারের রাষ্ট্রপতি আটক

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।