পাকিস্তানের সিন্ধু প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং পরিবেশগত বিষয়গুলো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি পাঠিয়েছে সিন্ধি ফাউন্ডেশন।
পাকিস্তানের সিন্ধু নদীতে একটি চীন সমর্থিত বাঁধ নির্মাণের কথা উল্লেখ করেছে সংস্থাটি।
সিন্ধি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুনাওয়ার লাঘারি বলেন, সিন্ধু নদী সিন্ধুর লাইফলাইন এবং পানির একমাত্র উৎস। সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ সিন্ধি জনগণের জন্য বিপজ্জনক হবে।
তিনি আরো বলেন, প্রদেশের পরিবেশগত অবনতি দেশের বাকি অংশের ওপর এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। কারণ সিন্ধুর মহান ঐতিহাসিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌগলিক গুরুত্ব রয়েছে।
চিঠিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সাম্প্রতিক সহিংস হামলার বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা বৈশ্বিক মানবাধিকার নিয়ে অত্যন্ত যত্নবান। তাই পাকিস্তান সরকারকে সমর্থন করার আগে বাইডেন প্রশাসন দেশটির মানবাধিকার রেকর্ড পরীক্ষা করবে বলে তারা আশা করে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
নিউজ ডেস্ক