ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গর্ত করে কপালে হিরা বসালেন আমেরিকান গায়ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, ফেব্রুয়ারি ৫, ২০২১
গর্ত করে কপালে হিরা বসালেন আমেরিকান গায়ক

ঢাকা: আমরা দেখেছি অনেক ছেলেই শখ করে কানের দুল পরেন। কিন্তু কপাল গর্ত করে হিরা বসানো এটা হয়তো কখনো দেখেননি বা শোনেননি।

এমনই এক কাণ্ড করেছেন লিল উজি ভার্ট নামে আমেরিকান একজন র‌্যাপার গায়ক। তার আসল নাম সিমের উডস।

তিনি কপাল খোদাই করে ১৭৫ কোটি টাকার হিরা বসিয়েছেন। তার এই অভিনব এ চিন্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ওই ভিডিওতে দেখা যায় কপালে গর্ত করে বড় একটি গোলাপি হিরা বাসিয়ে মাথা ঝাকাচ্ছেন লিল উজি ভার্ট। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘Beauty is Pain’।

 

এদিকে, ভিডিওটি পোস্ট করার একদিনে ১১ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।