ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে নারীদের পদযাত্রা নিষিদ্ধ করার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
পাকিস্তানে নারীদের পদযাত্রা নিষিদ্ধ করার আবেদন

আউরাত মার্চের (নারী পদযাত্রা) ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে লাল মসজিদের শুহাদা ফাউন্ডেশন। একইসঙ্গে এর আয়োজক ওপেন সোসাইটি ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।

ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই পিটিশন গ্রহন করেন।

তবে শুহাদা ফাউন্ডেশনের কৌঁসুলি তারিক আসাদ বিচারপতি আওরঙ্গজেবকে এই বিষয়টি অন্য কোনো বেঞ্চে পাঠানোর অনুরোধ জানান।

পরে বিচারক মামলাটি আইএইচসি প্রধান বিচারপতির কাছে পাঠান।

এই পিটিশনে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে যে, বিশেষ করে ওপেন সোসাইটি ফাউন্ডেশন যারা আউরাত মার্চের আয়োজক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পিটিশনে অউরাত মার্চ এবং একই ধরনের অনুষ্ঠান এবং ভ্যালেন্টাইন দিবসের মতো অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এছাড়া পাকিস্তানের নারীরা কোন ক্ষেত্রে কোন আইনগত অধিকার থেকে বঞ্চিত কিনা এবং ৮ মার্চ অনুষ্ঠিত এই ধরনের ঘটনা ধর্ম এবং সংবিধানের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করার জন্য আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।