ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ২ ট্রেনের সংঘর্ষ, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৫, মার্চ ২৭, ২০২১
মিশরে ২ ট্রেনের সংঘর্ষ, নিহত ৩২ ছবি: সংগৃহীত

মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর সোহাগের উত্তর অংশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।  

এ দুর্ঘটনায় আরও ৯০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 

শনিবার (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমের ভিডিও চিত্রে দেখা যায়, সংঘর্ষের ফলে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে গেছে। উল্টে যাওয়া বগিতে আটকা পড়েছে অনেক যাত্রী। তাদের চারপাশে ধ্বংসাবশেষ। আটকে পড়া অনেক যাত্রীকে অচেতন অবস্থায় দেখা গেছে। কয়েকজনের দেহ থেকে রক্ত ঝরছিলো। পথচারীরা বগি থেকে দেহ বের করে মাটিতে শুইয়ে রাখছিলো।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানাচ্ছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সোহাগ শহরের কাছে জরুরি ব্রেক টানলেন এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ব্রেক টানার ফলে থেমে যাওয়া ট্রেনের পেছন থেকে আরেকটি ট্রেন এসে ধাক্কা দেয়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে। আহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ দুর্ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।