ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভ্যাকসিন নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টও করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৪, মার্চ ৩০, ২০২১
ভ্যাকসিন নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টও করোনায় আক্রান্ত

পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এক টুইট বার্তায় জানান, আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

আল্লাহ সব কোভিড আক্রান্তদের ওপর সদয় হোন।  

জানা গেছে, কয়েকদিন আগেই ডা. আরিফ আলভি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ এ সপ্তাহের মধ্যে নেয়ার কথা ছিল। তার সহধর্মীণি শামিমা আলভি জানান, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ দেখা গেছে। এখন পর্যন্ত তার শরীর ও মনের অবস্থা ভালো।

উল্লেখ্য, টিকা নেওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টকও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার দুই দিন পর করোনা পজিটিভ হন। সূত্র : ডন।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।