ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে এটিএম বুথে ডাকাতির সময় গ্রেফতার চীনা নাগরিক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, এপ্রিল ২, ২০২১
নেপালে এটিএম বুথে ডাকাতির সময় গ্রেফতার চীনা নাগরিক 

নেপাল পুলিশ রাজধানী কাঠমান্ডু থেকে একজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে। ওই চীনা একটি এটিএম বুথ হ্যাক করে ডাকাতি করছিলেন।

দ্য হিমালয়ান টাইমস বলছে, ২৯ বছর বয়স্ক ওয়াং জিয়াওলনকে মঙ্গলবার থামেলের একটি এটিএম বুথ থেকে গ্রেফতার করা হয়।

বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটিএম বুথ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, চীনা নাগরিক শহরের বিভিন্ন ব্যাংকের এটিএমের পিন নম্বর অবৈধভাবে হ্যাক করেছে।

গ্রেফতারের পর পুলিশ তার ঘর থেকে কিছু ইলেকট্রনিক ডিভাইসসহ ১০টি এটিএম কার্ড খুঁজে পেয়েছে। তবে কোনো টাকা উদ্ধার করতে পারেনি। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।